মহামারী কেটে আবার সুস্থ হোক বাংলাদেশ,
শহরটাও যেন, ফিরে পাক তার প্রাণ
সুস্থ হাওয়ায় ভরে উঠুক, প্রকৃতি
পশুগুলোও যেন ফিরে পান উচ্ছাস,
পাখির কলতালে ভরে উঠুক দেশ।
শিশুর মুখে,মুখে ফুটে উঠুক কোমল হাঁসি;
নিপাত হোক; মহামারির আহাযারী
খেলার মাঠগুলোও ফিরে পাক, তার সঙ্গী।
কিশোর, কিশোরিরা ফিরে পাক তার উল্লাস,
আবার দেখা হোক, সবার সেই প্রিয় শহরে।
এটাইতো তোমার-আমার, তার-তাহাদের প্রত্যাশা।