Pic-01

পরিক্ষা এসে গেছে
ওরা সব টেবিলেতে
পাতা উল্টিয়ে খোঁজে মন্ত্র,
ওরা ছাত্র, ওরা ছাত্র।
পরিক্ষা এসে গেছে
খাওয়া দাওয়া ভুলে গেছে,
মাথায় জমায় যে রক্ত,
ওরা ছাত্র, ওরা ছাত্র।
পরিক্ষার আগে আগে
রাত জেগে পড়া পড়ে,
ওরা কারা?
ওরা ছাত্র, ওরা ছাত্র।
নামাজটা পড়ে নিয়ে
দৌড় ঝাপ টেবিলেতে,
জীবনের ধ্যান জ্ঞান বই একমাত্র,
ওরা ছাত্র, ওরা ছাত্র।
রাত জেগে ঝড় তোলে
প্রতিবেশীর ঘুম কারে,
পড়ছে যে কোন এক যন্ত্র,
ওরা ছাত্র, ওরা ছাত্র।
সারাটা বছর কাটে
চায়ের দোকান, খেলার মাঠে
পরিক্ষার আগে আগে টেবিলে,
ওরা পড়ছে, ওড়া পড়ছে।
হুস জ্ঞান হারিয়েছে
এটা সেটা পড়তেছে,
ঠিক নাই পরনের বস্ত্র.
ওরা ছাত্র, ওরা ছাত্র।
পরিক্ষার হলে গিয়ে
চুপচাপ মাথা গুজে
অতীতের সব কথা ভাবছে,
ওরা ভাবছে, ওরা ভাবছে।
টুকিটাকি লিখে এসে
বাড়িতে বলে শেষে
প্রশ্ন ছিল সোজা, ছিল সব রপ্ত,
ওরা ছাত্র, ওরা ছাত্র।
পরিক্ষা কেটে গেলে
সব কিছু যায় ভুলে
ফিরে আসে অতীতের চরিত্র,
ওরা ছাত্র, ওরা ছাত্র।
রেজাল্ট পেয়ে হাতে
চুপি সারে ঘরে ঢোকে,
চারিদিকে সবকিছু স্তব্ধ.
ওরা ছাত্র, ওরা ছাত্র।
কোন মতে পাশ করে
পায় ওরা প্রমোশন,
চলে সবে একই রকম,
এটা ছাত্রজীবন, এটা ছাত্রজীবন।

Leave a Reply

Your email address will not be published.